তাসকিনের সামনে রেকর্ডের হাতছানি

প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: বিপিএল সিজন ছয়ের শেষ ম্যাচে আজ সন্ধায় সুরমা পাড়ের দলটি মুখোমুখি হবে বন্দরনগরীর ভাইকিংসের সাথে। সিলেট সিক্সার্স প্লে অফে না গেলেও বল হাতের সিক্সার্সের হয়ে দ্যুতি ছড়িয়েছেন তাসকিন আহমেদ।

এখন পর্যন্ত আসরের সেরা উইকেট শিকারী বোলার তাসকিন।তাসকিনের সামনে হাতছানী দিচ্ছে বিপিএল ইতিহাসের রেকর্ডের। বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক রেকর্ড ভাঙতে যাচ্ছেন তিনি। বিপিএলের ইতিহাসের এক মৌসুমে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং কেভিন কুপার।

২০১৫-১৬ আসরে ২২ উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মালিক হন কেভিন কুপার। সমান সংখ্যা উইকেট নিয়ে কেভিন কুপার এর সাথে যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত (২০১৭) আসরে ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক নিয়েছিলেন ২২ উইকেট।

এবার এই দুই জনের রেকর্ড ভাঙার সম্ভবনা তাসকিন আহমেদের সামনে। এবারের আসরে এখন পর্যন্ত ২১ উইকেট নিয়ে সর্ব্বোচ উইকেট সংগ্রাহক তাসকিন আহমেদ। আজকের ম্যাচে (সন্ধায় চিটাগাং ভাইকিংসের বিপক্ষে) ২ উইকেট শিকার করলেই হয়ে তাসকিন হয়ে যাবে এক আসরে সর্ব্বোচ উইকেট শিকারী। তাসকিন কি পারবেন রেকর্ডটি নিজের করে নিতে?

/সিএইচ

Comments