এক ম্যাচেই তামিমের যতো রের্কড

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯

স্পোর্ট ডেস্ক: বিপিএলের ফাইনালে সেঞ্চুরি করে তামিম ইকবাল নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার ব্যাটের উপর ভর করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় কুমিল্লা। এর আগেও টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। কিন্তু কালকের আগে  বিপিএলে কোনো সেঞ্চুরি ছিল না তামিমের। বাঁহাতি ওপেনার বিপিএলে সেঞ্চুরি করতে বেছে নিলেন ফাইনালের মতো বড় মঞ্চ। খেললেন ৬১ বলে ১৪১ রানের ঝকঝকে ইনিংস। অসাধারণ এই ইনিংসের পথে অনেকগুলো রেকর্ডের মালিক হলেন তামিম। দেখে নেওয়া যাক যেসব রেকর্ড গড়েছেন তামিম ইকবাল।

• টি-টোয়েন্টির কোনো ফাইনালে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান যিনি সেঞ্চুরি করলেন।

• তামিমের আজকের স্ট্রাইকরেট ২৩১। ফাইনালে ৫০-এর ওপরে রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সেরা।

•অপরাজিত ১৪১ রান তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চও। তামিম ভেঙেছেন নিজেরই রেকর্ড। এর আগে ২০১৩-১৪ মৌসুমে স্বীকৃত টি টোয়েন্টিতে বিসিবি-মোহামেডান ম্যাচে ১৩০ রান করেছিলেন তামিম।

• বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। গত বিপিএলেই ১৪৬ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল।

• তামিমের ইনিংসে ছক্কা ছিলো ১১ টি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুই অঙ্কের ছক্কা পেলেন তামিম।

• মুশফিককে (১৭৮৩) ছাড়িয়ে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান এখন তামিম ইকবালের (১৮২৫)।

/আইকে

Comments