সিলেটে এসে জয়ের দেখা খুলনার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯ স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে অবশেষে পঞ্চম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল খুলনা টাইটান্স। সিলেট পর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার রাজশাহী কিংসকে ২৫ রানে হারিয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। এদিন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইটান্সের ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষ হতে এক বল বাকি থাকতেই ১০৩ রানে গুটিয়ে যায় রাজশাহী কিংস। দলের পক্ষে ১৬ বলে সর্বোচ ২৩ রান আসে মেহেদি মিরাজের ব্যাট থেকে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে স্পিনার আরাফাত সানির ব্যাট থেকে। ফলে ব্যাটসম্যানদের চরম ব্যাটিং ব্যর্থতায় লক্ষ্য ২৬ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায় রাজশাহী। খুলনার হয়ে তাইজুল ইসলাম ও জুনায়েদ খান তিনটি করে উইকেট নেন। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ এক মেডেনসহ ৪ ওভারে ১২ রান দিয়ে দুই উইকেট নেন। এর আগে, টপঅর্ডার ব্যাটসম্যানদের প্রায় সবাই-ই ভালো শুরু পেলেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি খুলনার কেউই। জহুরুল ১৩, জুনায়েদ সিদ্দিকী ১৪ এবং ডেভিড মালান করেন ১৫ রান করেন। দলের বিপর্যয়ের মুখে মাহমুদউল্লাহ রিয়াদ করেন মাত্র ৯ রান। কার্লোস ব্র্যাথওয়েট পারেননি ঝড় তুলতে। ৮ রান করেছেন ১২ বলে। আরিফুল হক একটা পাশ আগলে রেখে দলকে গিয়ে গেছেন ভদ্রস্থ একটি স্কোরে। শেষ ওভারে আউট হওয়া আরিফুল করেন ২৭ বলে ২৬ রান। শেষ পর্যন্ত ৯ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১২৮ রান। রাজশাহীর হয়ে দুটি করে ২টি উইকেট নেন অধিনায়ক মেহেদি মিরাজ, আরাফাত সানি এবং লঙ্কান পেসার ইসুরু উদানা। এছাড়া কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিয়েছেন ১টি উইকেট। খুলনা টাইটান্সের স্পিনার তাইজুল ইসলাম ৪ ওভারে ১০ রান দিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। /সিএইচ Comments SHARES খেলাধুলা বিষয়: