এমপি মাশরাফির প্রথম জয়

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৯

স্পোর্টস ডেস্ক: দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে খুলনা টাইটানসের বিপক্ষে ৮ রানে জয় নিশ্চত করলো রংপুর রাইডার্স। সেই সাথে নব্য এমপি মাশরাফির বিপিএল-এ দ্বিতীয় খেলায় প্রথম জয় তার। এর আগে গতকাল চিটগং ভাইকিংস এর বিপক্ষে হারে ম্যাশ বাহিনী।

দায়িত্বশীল ব্যাটিংয়ে রংপুর রাইডার্সকে টানলেন রাইলি রুশো। বাঁ-হাতি ওপেনারকে দারুণ সঙ্গ দিলেন রবি বোপারা। তাদের ব্যাটে খুলনা টাইটানসের বিপক্ষে লড়াইয়ের পুঁজি পেল শিরোপাধারীরা। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়ায় পল স্টার্লিংয়ের ব্যাটে শুরুটা দারুণ হল খুলনার। তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববারের দ্বিতীয় ম্যাচে ৮ রানে জিতেছে রংপুর। ১৬৯ রানের তাড়ায় খুলনা থেমে যায় ১৬১ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। দ্রুত ফিরেন মেহেদী মারুফ ও অ্যালেক্স হেলস। রুশোকে কিছুটা সঙ্গ দিয়ে ফিরে যান মোহাম্মদ মিঠুন।

দশম ওভারে জুটি বাঁধা রুশো-বোপারার অবিচ্ছিন্ন ১০৪ জুটিতে এগিয়ে যায় রংপুর। জুটির শুরুতে সাবধানী ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষ ৬ ওভারে ৭৫ রান যোগ করা দলটি ৩ উইকেটে করে ১৬৯ রান।

৫২ বলে ৮ চার ও দুই ছক্কায় ৭৬ রানে অপরাজিত থাকেন রুশো। বোপারা ২৯ বলে করেন অপরাজিত ৪০ রান।

জুনায়েদ সিদ্দিকের সঙ্গে ৯০ রানের উদ্বোধনী জুটিতে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন স্টার্লিং। জুনায়েদের বিদায়ের পর দিক হারানো খুলনা আর পেরে উঠেনি। শেষের দিকে দারুণ বোলিং করে জয় তুলে নেয় রংপুর।

/সিএইচ

Comments