চলমান বিপিএলের শতকসমূহ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০১৯ নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: টি-২০ ক্রিকেট মানেই ব্যাটিং তান্ডব।পুরো বাইশ গজেই চলে ব্যাটিং তান্ডব।টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের ভুল করাতে পারলেই উইকেট সম্ভব। নয়ত চার-ছক্কা হজম করতে হবে। বিপিএল সিজন ছয় জমে উঠেছে সবদিক থেকে।ব্যাটিং তান্ডব,বড় বড় স্কোর,গ্যালারীতে দর্শকের ছড়াছড়ি।বিপিএল সিজন ছয় শুরু দিকে এমন জাঁকজমক না থাকলেও শেষের দিকে বিপিএল হয়ে উঠেছে জাঁকজমকপূর্ন। বিপিএলের প্রাণ ফিরে দিয়েছে চার-ছক্কার ফুলঝুরি।চার-ছক্কার সাহায্যে শতক সমীকরণে এগিয়ে রংপুর রাইডার্স। চলুন দেখে অাসি চলমান আসরের শতকগুলো। ১. লরি ইভান্স (রাজশাহী কিংস): কুমিল্লার ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৯ টি চার এবং ৬ টি ছক্কার মাধ্যমে ৬২ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন লরি ইভান্স।বিপিএল সিজন ছয়ের প্রথম শতক। ২. অ্যালেক্স হেলস (রংপুর রাইডার্স): চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ১১ চার ও ৫ ছক্লায় ৪৮ বলে ১০০ করেন হেলস। এবারের বিপিএল আসরের ব্যাক্তিগত দ্বিতীয় সেঞ্চুরী। ৩. রাইলি রুশো (রংপুর রাইডার্স): অ্যালেক্স হেলসের পর চিটাগাং ভাইকিংসের বিপক্ষে একই ম্যাচে ৮ চার ও ৬ ছক্কায় ৫১ বলে অপরাজিত ১০০ রান করেন রাইলো রুশো। এইবারের বিপিএল আসরের ব্যাক্তিগত তৃতীয় সেঞ্চুরী। ৪. এভিন লুইস (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): খুলনা টাইটান্সের বিপক্ষে মাত্র ৪৯ বলে ৫চার ও ১০ছক্কার সাহায্যে ১০৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন এভিন লুইস। চলমান বিপিএলের দ্রুততম শতক এটি। ৫. এবিডি ভিলিয়ার্স (রংপুর রাইডার্স): ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ৮ চার ও ৬ ছক্কায় মাত্র ৫০ বলে ১০০ রান করেন এবিডি ভিলিয়ার্স। /এসএস Comments SHARES খেলাধুলা বিষয়: