বিপিএল ইতিহাসের যত হ্যাটট্রিক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৯ নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেক: ক্যারিবিয়ান অল-রাউন্ডার আন্দ্রে রাসেলের হ্যাটট্রিকের মধ্য দিয়ে এবারের আসরের তৃতীয় এবং বিপিএল ইতিহাসের পঞ্চম হ্যাটট্রিক পূর্ণ হলো আজ বুধবার (গতকাল ৩০ জানুয়ারি)। এর আগে পাকিস্তানি বোলার ওহাব রিয়াজ এবং ডায়নামাইটস নেট বোলার অ্যালিস আল ইসলাম যথাক্রমে চলমান আসরের দ্বিতীয় ও প্রথম হ্যাটট্রিক করেন। এর আগে আরো দুজন হ্যাটট্রিক করে। তারা হলেন মোহাম্মদ সামী (পাকিস্তান), আল-আমিন (বাংলাদেশ)। চলুন দেখে আসি বিপিএল ইতিহাসের হ্যাটট্রিককারী বোলারদের লিষ্ট: ১.মোহাম্মদ সামি, (দুরন্ত রাজশাহী): ২০১২ সালে ঢাকার বিপক্ষে হ্যাটট্রিক করেন সামি। ঐ ম্যাচে তিনি যথাক্রমে স্টিভেন্স,আফতাব ও নাভিদকে আউট করেন। ২.আল-আমিন হোসেন, (বরিশাল বুলস): প্রথম বাংলাদেশী হিসেবে বিপিএল এর হ্যাটট্রিককারী বোলার আল-আমিন। ২০১৫ সালে সিলেটের বিপক্ষে হ্যাটট্রিক করেন আল-আমিন। তিনি যথাক্রমে রবি বোপারা,নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহিমকে আউট করেন। ৩.অ্যালিস আল ইসলাম, (ঢাকা ডায়নামাইটস): অভিষেক ম্যাচে ও ২য় বাংলাদেশী হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন অ্যালিস। এবারের আসরে রংপুরের বিপক্ষে যথাক্রমে মোহাম্মদ মিথুন,মাশরাফি, ফরহাদ রেজাকে আউট করেন তিনি। ৪.ওহাব রিয়াজ, (কুমিল্লা ভিক্টোরিয়ান্স): বিপিএল এর চতুর্থ হ্যাটট্রিক করেন ওহাব। খুলনার বিপক্ষে যথাক্রমে ডেভিড উইজ, তাইজুল ইসলাম ও সাদ্দাম হোসেনকে আউট করেন তিনি। ৫.আন্দ্রে রাসেল, (ঢাকা ডায়নামাইটস): আজকের ম্যাচে হলো বিপিএল এর ৫ম হ্যাটট্রিক। হ্যাটট্রিককারী বোলার রাসেল। চট্টগ্রামের বিপক্ষে মুশফিকুর রহিম, দসুন শনাকা ও ক্যামেরুন ডেলপোর্টকে আউট করেন রাসেল। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: