বিপিএল সিজন সিক্স কে যাচ্ছে বিপিএলের স্বপ্নের ফাইনালে? নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০১৯ নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: কোয়ালিফায়ার-১ এ কুমিল্লার সাথে রংপুরে পরাজয় এবং এলিমিনেটর ম্যাচে চিটাগাংয়ের সাথে ঢাকার জয়। এর ফলে কুমিল্লা সরাসরি ফাইনালে যায়। অপেক্ষায় থাকতে হয় রংপুরকে। এলিমিনেটর ম্যাচে চিটাগাংকে হারিয়ে ফাইনালের আশা টিকিয়ে রাখে সাকিবের নেতৃত্বাধীন ঢাকা ডায়নামাইটস। পরাজয়ের কারণে টুনামেন্ট থেকে বাদ বিদায় নিয়েছে চিটাগাং ভাইকিংস। তাই ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স মুখোমুখি হচ্ছে কোয়ালিফায়ার-২ এ। আজকের ম্যাচের বিজয়ী দল কুমিল্লার সাথের স্বপ্নের ফাইনাল খেলবে অগামী শুক্রবার (০৮ ফেব্রুয়ারি)। কোন দল হবে দ্বিতীয় ফাইনালিষ্ট.? তা আজকের ম্যাচ শেষেই বুজা যাবে। ফাইনালে যাওয়ার এই অঘোষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ সন্ধা ৬.৩০ মিনিটে। তার আগে দেখে আসি গ্রুপ পর্বে চলমান সিজনের দু’দলের পরিসংখ্যান:- ঢাকা ডায়নামাইটস ১২ ম্যাচ খেলে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ দল হিসেবে নক-আউট পর্বে আসে।অন্যদিকে রংপুর রাইডার্স ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার হয়ে নক-আউট পর্বে নিজেদের জায়গা দখল করে ফেবারিটদের মতো। এমনকি চলমান সিজনে রংপুর বিপিএল ইতিহাসে সর্ব্বোচ রান সংগ্রহ করে। এসব পরিসংখ্যানে রংপুর টিম ঢাকা টিম অপেক্ষা ঢের এগিয়ে। এবার আসা যাক, দু’দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে:- গ্রুপ পর্বে প্রথম ম্যাচে টানটান উত্তেজনায় এবং অ্যালিস আল ইসলামের হ্যাটট্রিকে ২ রানে পরাজয় বরণ করে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভালো টোটাল সংগ্রহ করেও পাত্তা পায়নি ঢাকা টিম। দ্বিতীয় ম্যাচে ঢাকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় রংপুর। এই পরিসংখানে মোটামোটি দু’দলই সমান সমান। এবার লসা যাক,দু’দলের বর্তমান অবস্থা বিবেচনায়।রংপুর রাইডার্স গ্রুপ পর্বে ফেবারিটদের মত থাকলেও নক আউটে তেমন ফেবারিট না।কারণটা আমাদের সবার জানা। কারণ এবিডি ভিলিয়ার্স এবং অ্যালেক্স হেলস নাই রংপুর শিবিরের সাথে। এবি ডির সাথে রংপুরের চুক্তি ছিল ছয় ম্যাচের। সে জন্য ডি ভিলিয়ার্স চলে গেছেন নিজ দেশে। অন্যদিকে হেলস পড়েছে কাঁধের ইঞ্জুরিতে। এই দুই তারকা খেলোয়াড়ের অনুপস্থিতিতে রংপুর টিম কিছুটা দিশেহারা। তার উপরে ক্রিস গেইল চলমান আসরে নিষ্প্রভ। গেইল দু-তিন ম্যাচে রান পেলেও ইনিংসগুলো গেইলময় ছিল না। তবে স্বস্তির বিষয় হাওয়েল তার ফর্মে ফিরার ইঙ্গিত দিয়েছে গত ম্যাচে। এদিকে মুদ্রার অপর পিঠ যেন ঢাকা টিম। তাদের টিম এমনেই ভালো ছিল। তারপরও উপুল থারাঙ্গা এবং লুক রাইটের মতো প্লেয়ারদের উড়িয়ে এনেছে। থারাঙ্গা দুই ম্যাচেই তার আগমনী বার্তা দিয়েছে। সঙ্গে সাকিব, রাসেল, পোর্লাড, রনি তালুকদার আছে তাদের স্ব স্ব ফর্মে। এত কিছু পরিসংখ্যান এবং পার্ফমেন্সের মাঝে দেখার পালা কে হয় বিপিএল সিজন ছয়ের দ্বিতীয় ফাইনালিষ্ট দল। /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: