এমপি মাশরাফির প্রথম হার

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৯

স্পোর্টস ডেস্ক: সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করার পর প্রথম খেলতে নেমে বিপিএল-এ চিটাগং ভাইকিংস এর কাছে ৩ উইকেটে হেরেছে মাশরাফির বাহিনী রংপুর রাইডার্স।

একসময় ৬২ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল চিটাগং ভাইকিংস। ফলে জমে উঠেছিল খেলা। উত্তেজনা থাকল শেষ পর্যন্ত।

অবশেষে টানটান রুদ্ধশ্বাস ম্যাচে বিজয়ীর হাসি হাসল মুশফিক বাহিনী।

প্রথমে ব্যাট করতে নেমে ৯৮ রানে গুটিয়ে যায় রংপুর।

রংপুর হয়ে মাত্র দু’জন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছায়। ব্যাটসম্যানদের যাওয়া আসার মিছিলে রবি বোপারা একাই লড়াই চালিয়ে যান।

শেষ পর্যন্ত তার ৪৪ রানের উপর ভর করে ১০ উইকেটে ৯৮ রান তোলে রংপুর।

জবাবে ব্যাট করতে নেমে সূচনাতেই উইকেট খোয়ায় চিটাগং। ইনিংসের শুরুতে মাশরাফির বলির পাঁঠা হয়ে ফেরেন ক্যামেরন ডেলপোর্ট। পরে ক্রিজে আসেন মোহাম্মদ আশরাফুল। তবে ৬ বছর পর বিপিএলে প্রত্যাবর্তনটা সুখকর হয়নি তার।মাত্র ৩ রান করে শফিউল ইসলামের শিকার বনে ফেরেন তিনি।

খানিক ব্যবধানে ডেলপোর্ট-আশরাফুল ফিরলেও মোহাম্মদ শাহজাদ ঝড় চলতেই থাকে।মাঝপথে সেই ঝড় থামে। বেনি হাওয়েলের এলবিডব্লিউর ফাদে পড়ে ব্যক্তিগত ২৭ রানে ফেরেন তিনি। সেই রেশ না কাটতেই ফেরেন মাশরাফি-মিথুনের যৌথপ্রচেষ্টায় কাটা পড়েন সিকান্দার রাজা।

পরক্ষণেই মোসাদ্দেক হোসেন ফিরলে খেলায় ফেরে রংপুর। দলীয় ৭৭ রানে নাইম হাসানকে মাশরাফি ফেরালে খেলা জমে ওঠে। এর পর বাজে শটে মুশফিক ফিরলে উত্তেজনার রেণু ছড়ায় ম্যাচ।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় চিটাগং।

/সিএইচ

Comments