বিপিএল সিজন সিক্সের ৮ ম্যাচ শেষে বোলিং খুঁটিনাটি

প্রকাশিত: ১:৪১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

নয়ন চৌধুরী, ক্রীড়া প্রতিবেদক: বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলা হয়েছে।

৮ ম্যাচে ৭ টিমের ৪৬ জন (দেশী ২৯ এবং বিদেশি ১৭) বোলার ২৯৬.৩ ওভার বল করে শিকার করেছেন ৯৫ উইকেট।

এরমধ্যে ২৯ জন দেশী বোলার (পেসার+স্পিনার) ৮ ম্যাচে শিকার করেছেন ৬২ উইকেট। অন্যদিকে ১৭ জন বিদেশী বোলার (পেসার+স্পিনার) ৮ ম্যাচে ৩৩ উইকেট শিকার করেছেন।

চলুন দেখে নেওয়া যাক ৮ ম্যাচ শেষে সর্বোচ্চ ৫ জন উইকেট শিকারীর তালিকায় কে কে আছেন:
১. ফ্রাইলিংক ৭ উইকেট (২ ম্যাচ)
২. মাশরাফি ৭ উইকেট (৩ ম্যাচ)
৩. শফিউল ৫ উইকেট (৩ ম্যাচ)
৪. সাকিব ৪ উইকেট (২ ম্যাচ)
৫. তাসকিন ৪ উইকেট ( ২ ম্যাচ)

এখন পর্যন্ত সেরা ৫ বোলিং ফিগার হলো:
১. মাশরাফি (৪-১-১১-৪)
২. ফ্রাইলিংক (৪-০-১৪-৪)
৩. পল স্টার্লিং (১-০-২-২)
৪. অলক কাপালি (২-০-৬-২)
৫. সন্দীপ লামিচানে (৪-০-১৬-২)

সেরা ৫ বাজে বোলিং ফিগারের তালিকা!
১. আল-আমিন (৪-০-৫৭-০)
২. আলাউদ্দিন বাবু (৩-০-৫৩-০)
৩. শরিফুল ইসলাম (৩-০-৫০-০)
৪. শফিউল ইসলাম (৪-০-৪৪-২)
৫. মেহেদি হাসান মিরাজ (৩-০-৩৮-১)

/এসএস

Comments