ধর্ষিতার চোখের সামনে ধর্ষকের মৃত্যুদণ্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯ তখন বয়স ছিল ১৭ বছর। অপহরণের পর গণধর্ষণের শিকার হয়েছিলেন। দীর্ঘ সময় পর সেই অপরাধীকেই চোখের সামনে ‘শাস্তি’ পেতে দেখলেন সেই নির্যাতিতা। চাঞ্চল্যকর এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের। ১৯৮৪ সালে কমপক্ষে ১০ জন নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে সম্প্রতি দোষী সাব্যস্ত হয় ববি জো লং। ফ্লোরিডা এলাকায় একের পর এক ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত লংকে দোষী সাব্যস্ত করে ফ্লোরিডার আদালত। সেখানে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল তাকে। গত বৃহস্পতিবার রাতে সেই মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর হয়। সে সময় ফ্লোরিডার সংশোধনাগারে উপস্থিত ছিলেন লিসা নোল্যান্ড। মাত্র ১৭ বছর বয়সে লংয়ের বর্বর অত্যাচারের শিকার হয়েছিলেন তিনি। তবে প্রাণে বেঁচে যান। মূলত লিসার সাক্ষীর পরই দোষী সাব্যস্ত হয় লং। লিসা জানান, ‘ওর চোখে তাকাতে চেয়েছিলাম একবার। প্রথম আমাকেই দেখেছিল ও। তবে ও চোখ খোলেনি।’ জানা যায়, চোখ বন্ধ করেই মৃত্যুদণ্ড স্বীকার করে লং। এএ/ Comments SHARES অপরাধ বিষয়: