মাশরাফিকে ক্যাপ্টেন করে বিশ্বকাপের দল ঘোষণা; নেই ইমরুল-তাসকিন

প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০১৯

ক্রীড়া প্রতিবেদক: আগামী বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বাকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মাশরাফি বিন মুর্তুজাকে ক্যাপ্টেন করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার পৌনে ১২টার দিকে মিরপুরে বিশ্বকাপের দল ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক কমটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নু।

ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ এবং ইমরুল কায়েস। এ নিয়ে ক্রিকেট ভক্তদের আক্ষেপ লক্ষ্য করা যায়। এ নিয়ে বিবিসি বাংলার জিজ্ঞাসায় মিনহাজুল আবেদিন নান্নু জানান, তাসকিন নেই ফিটনেস জটিলতায় আর ডান হাতি বা হাতি কম্বিনেশন মেলাতে গিয়ে ইমরুল কায়েস বাদ পড়েছেন। ২০ সদস্যের দলে ইমরুল ছিলেন বলেও তিনি জানান।

মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ রাহী ও মোসাদ্দেক হোসেন সৈকত।

এসময় উপস্থিত ছিলেন, আকরাম খাঁন, হাবিবুল বাশার সুমন, মিডিয়া কমিটির সমন্বয় জালাল ইউনুস প্রমুখ।

/আরএ

Comments