৩৬ রানের জয় পেলো টাইগাররা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরে ৩৬ রানের জয় পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে ১৭৫ রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিংয়েও ২৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন এই অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে ক্যারিয়ার সেরা ২০ রান দিয়ে ৫ উইকেট নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়াও মোস্তাফিজ নেন ২ টি উইকেট। আবু হায়দার রনি, মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ নেন ১ টি করে উইকেট।

এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ করেন উইন্ডজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট।

টসে হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ করে বাংলাদেশে। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ।

ব্যাট করতে নেমে শুরুতেই ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা দ্রুত গতিতে বাড়াতে থাকেন দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের পঞ্চম ওভারে ১৫ রানে তামিম ফিরে গেলেও লিটন দাস খেলেন অনবদ্য এক ঝড়ো ইনিংস। কটরেলের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে করেন ৬০ রান।

এরপর সৌম্য সরকারের ৩২, সাকিব আল হসানের অপরাজিত ৪২, মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪৩ রান দলীকে বড় সংগ্রহ এনে দেয়। সাকিব-,মাহমুদ দুজনেই খেলেছেন ঝড়ো ইনিংস। দুজনের ইনিংস ছিলো যথাক্রমে মাত্র ২৬ ও ২১ বলের।

Comments