জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের দরকার ১৩০ রান

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয়ের জন্য সিলেটে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ১৩০ রান।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ খেলে ১২৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায়ে বাংলাদেশ দল। ইনিংসের দ্বিতীয় ওভারে কট্রেলের বলে কার্লস বার্থওয়াইটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ফেরার আগে ৭ বলে করেছেন ৫ রান।

এরপরে ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেন লিটন দাস। ওসানে থমাসের বলে বার্থওয়াইটের হাতে ক্যাচ দিয়ে ফিরার আগে করেন ৫ বলে ৬ রান।

ঠিক পরের ওভারেই ফের ‍উইকেট। এবার ফের কট্রেলের বলে রোভম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সৌম্য সরকার। ৪ বল খেলে করেন ৫ রান।

৬ষ্ঠ ওভারে ৩ বলে ৫ রান নিয়ে রান আউট হয়ে ফিরে যান মুশফিকুর রহিম। অন্যপ্রান্ত থেকে চতুর্থ উইকেটে নামা সাকিব আল হাসান কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। কট্রেল এর বলে কটবিহাইন্ড হওয়ার আগে করেন ৪৩ বলে ৬১ রান। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ ১২ এবং আরিফুল হক করেন ১৭ রান।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪ ওভারে  ২৮ রান দিয়ে শেলডন কট্রেল একাই নেন ৪ ‍উইকেট। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নেন কেমো পাউল। ওসানে থমাস, কার্লস বার্থওয়েট এবং ফেভিয়ান এলেন নেন ১টি করে উইকেট।

এ রিপোর্ট লেখার সময় ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার মিলে ২ ওভারেই ‍তুলে নেন ৩০ রান।

/এমএম

Comments