তৃতীয় দিন ব্যাটে নেমে বিরতির আগে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৯ একুশে ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। এদিন প্রথম সেশনে বিরতির আগে তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় দিনে বেসিন রিজার্ভে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সাদমান ইসলাম উদ্বোধনী জুটি মিলে ৭৫ রান সংগ্রহ করে। সাদমান ব্যক্তিগত ২৭ রান করে গ্রান্ডহোম’র বলে আউট হলেও তামিম টেস্ট ক্যারিয়ারে ২৭তম অর্ধশতক তুলে নেন। এরপর দলীয় শতক পেরুনোর পর আরো দুটি উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক ব্যক্তিগত ১৫ রানে ওয়াগনারের বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন। একই বোলারের বলে কিউই উইকেট রক্ষক ওয়াটলিংয়ের হাতে তালুবন্দি হয়ে মাত্র তিন রান করেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিথুন। উল্লেখ্য, ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ২৩৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। সেঞ্চুরি পেয়েছিলেন তামিম। দ্বিতীয় ইনিংসে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর শতকে কিছুটা হলেও প্রতিরোধ তৈরি করলেও হার এড়াতে পারেনি। মাহমুদুল্লাহ ১৪৬ রান করেন। চতুর্থ দিনে ৪২৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। এদিকে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ৭১৫ রান। বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় দিনেও বৃষ্টি হানা দেয়। যার ফলে দ্বিতীয় দিনও পরিত্যক্ত ঘোষণা করা হয়। যদিও দ্বিতীয় দিনের শেষে দুই আম্পায়ার কিছুক্ষণ অপেক্ষা করলে শেষ বিকেলে মিনিট ত্রিশেকের জন্য মাঠে নামাতে পারতেন দুই দলকে। কিন্তু তারা তা না করে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এফএফ Comments SHARES খেলাধুলা বিষয়: