দু’টি ক্যাচ মিস; বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৯

একুশে ডেস্ক: ওয়েলিংটনে টেস্টের প্রথম দুই দিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আর ৭২.৪ ওভার খেলার পর ফের বৃষ্টির কারণে শেষ হয় তৃতীয় দিন।

চতুর্থ দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। ২ উইকেটে ৩৮ রান নিয়ে দিনের খেলা শুরু করে স্বাগতিকরা।

দিনের শুরুটা ভালো হতে পারত বাংলাদেশের জন্য। তিন নম্বর ওভারে রাহির বলে রস টেলরের সহজ ক্যাচ ফেলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। একই ওভারে স্লিপে টেলরের আরও একটি ক্যাচ ফেলে দেন সাদমান ইসলাম।

এরপর অবশ্য বেশ আস্থার সঙ্গেই ব্যাট করতে থাকেন টেলর ও উইলিয়ামসন। টেস্ট ক্যরিয়ারের ৩০তম অর্ধশতক তুলে নেন তাইজুল ইসলামের বলে ৭৪ রান করে বিদায় নেন উইলিয়ামসন। রস টেলর অপরাজিত আছেন ১৮৫ রানে। আর ৯৩ রানে ক্রিজে আছেন হেনরি নিকোলস।

এর আগে বৃষ্টির কারণে প্রথম দুই খেলা পরিত্যক্ত হয়। তৃতীয় দিনে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয়ে যায়।

এফএফ

Comments