মৈত্রী হলে বিক্ষোভ; সিল মারা ১ হাজার ব্যালট পেপার উদ্ধার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০১৯ একুশে ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে আগেই ব্যালটে সিল মারার অভিযোগ তুলে সেখানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ভোট বর্জনের পাশাপাশি হল প্রভোস্টসহ প্রক্টরের পদত্যাগ দাবি করছেন শিক্ষার্থীরা। প্রায় ১ হাজার সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছেন তারা। সোমবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরই ছাত্রীরা এসব ব্যালট পেপার উদ্ধার করেছে। আগে থেকে সিল মারা ব্যালট পেপার নিয়ে শিক্ষার্থীরা হলের গেটের সামনে বিক্ষোভ করছেন। এসব সিল মারা ব্যালট পেপার পৌঁছে গেছে শিক্ষার্থীসহ সাংবাদিকদের কাছেও। বিক্ষোভরত শিক্ষার্থীরা ‘ভোট চুরির জবাব চাই’ স্লোগান তুলছেন। হলের গেট দিয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সামাদ গাড়ি নিয়ে বের হওয়ার চেষ্টা করলেও আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে আটকে দেন। ড. সামাদ গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু দাবি নিয়েই শক্ত অবস্থানে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, এসব ব্যালট পেপারে ছাত্রলীগের প্রার্থীদের সিল মারা ছিল। সেজন্য তারা এখন ছাত্রলীগের প্যানেল বাদ দিয়ে নির্বাচন করার দাবি করছেন। শিক্ষার্থীরা বলছেন, আগের রাতেই সিল মারা হয়ে গেছে। এ নির্বাচন আমরা বয়কট করেছি। আমাদের তত্ত্বাবধানে সুষ্ঠু ভোট না হলে এখানে আর ভোট হবে না। আমরা ভোট কারচুপির জবাব চাই। তাছাড়া আমাদের হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফোন দিয়ে সরে যাওয়ার জন্য বলছেন। আমরা তাদেরও পদত্যাগ চাই। আমাদের এসব দাবি মেনে নেওয়া না হলে আমরা অবস্থান ত্যাগ করবো না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, অভিযোগ শুনেই আমরা এখানে এসেছি। একটা সমাধান করবো। ড. সামাদ শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছেন। এখানে উপস্থিত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষকরা। ইতোমধ্যে ছাত্রলীগ মনোনীত প্রার্থীদের পোস্টার ব্যানার হলের সামনে থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। এফএফ Comments SHARES নির্বাচন বিষয়: