বালিয়াকান্দিতে ফেন্সিডিলসহ দুই যুবক আটক

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, মার্চ ৩, ২০১৯

অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী)প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ ২৭ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করেছে। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়। আটককৃত দুই যুবক হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শান্তিপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বাপ্পি রহমান (২০) ও একই উপজেলার দেউলি গ্রামের হযরত আলীর ছেলে জসিম উদ্দিন (২৮)।

রবিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ওয়াপদা মোড় সংলগ্ন এলাহী কমিউনিটির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি দুই যুবক ফেন্সিডিলসহ মোটরসাইকেল যোগে বালিয়াকান্দিতে ঢুকছে। পরে থানার এসআই নূর মোহাম্মদসহ সঙ্গীয় ফোর্সসহ ওয়াপদা মোড় সংলগ্ন এলাহাী কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাদেরকে আটক করে।

এসময় তাদের কাছে থাকা ব্যাগে ২৭পিস ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় তাদের ব্যবহৃত এপাচি মোটর সাইকেলটিও জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

বিআইজে/

Comments