বাবুগঞ্জে মেনন; ভোট চাইলেন নৌকায়

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮

রুবেল সরদার, বাবুগঞ্জ, বরিশাল: বরিশাল-৩ আসনে নৌকায় প্রচরণায় যোগ দিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।

মঙ্গলবার বিকেলে বাবুগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে মহাজোটের মনোনীত ওয়ার্কাস পার্টির জেলা সম্পাদক বর্তমান এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সমর্থনে আয়োজিত জনসভায় অংশ নেন রাশেদ খান মেনন।

এসময় নৌকায় ভোট চেয়ে তিনি বলেন, বরিশাল-৩ আসনে লাঙ্গলের প্রার্থী নিজেকে মহাজোটের প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। এটা বড় ধরনের এক প্রতারণা। যেখানে নৌকা প্রতীক দেওয়া হয়েছে সেখানে লাঙ্গলের প্রার্থী কখনোই মহাজোট প্রার্থী নয়।

তিনি বলেন, জাতীয় পার্টিসহ শরিকদের যে আসনগুলো ছেড়ে দেয়া হয়েছে সেখানে কাউকে নৌকা দেয়া হয়নি। তাই কেউ এ ধরনের মিথ্যা অপপ্রচার আর বিভ্রান্তিতে পড়বেন না।


জনসভায় প্রতিকি নৌকায় নিয়ে হাজির হয় কর্মী সমর্থকরা

মহাজোটের নৌকা প্রতীকের প্রার্থী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সমর্থনে আয়োজিত ওই জনসভায় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে আরো বলেন, বিশ্বাস ও ভরসার শেষ ঠিকানা একজনই। তিনি জননেত্রী শেখ হাসিনা।

তাই শেখ হাসিনাকে ভালোবাসলে তাঁর নৌকার প্রতি বিশ্বস্ত থাকতে হবে। যদি দেশে শান্তি আর উন্নয়ন চান, নিজেকে ভালো রাখতে চান, এই দেশকে ভালো রাখতে চান, যদি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে চান তবে নৌকার কোনো বিকল্প নেই।

বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহানের সভাপতিত্বে জনসভায় এসময় আরও বক্তব্য রাখেন এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুল খালেক, বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা সদস্য মোজাম্মেল হক ফিরোজ, উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, জাকের পার্টির উপজেলা সম্পাদক গুলজার হোসেন সজল,ওয়ার্কার্স পার্টির নেতা শাহিন হোসেন, শহিদ হাওলাদার প্রমুখ।

/এসএস

Comments