ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি প্রার্থী জয়ী

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৯

একুশ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতিকে জয়ী হয়েছেন।

বুধবার ওই আসনের স্থগিত হওয়া তিন কেন্দ্রের ভোটগ্রহণ হয়। ভোটগ্রহণ শেষে পূর্ণ ফলাফলে আব্দুস সাত্তারকে বিজয়ী ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্থগিত তিন কেন্দ্রের ভোট পুনরায় গ্রহণ করা হয়েছে। ভোটে বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।

আশুগঞ্জ উপজেলার বাহারদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রগুলোতে ২০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে (বাতিলকৃত তিন কেন্দ্র বাদে) বিএনপি মনোনীত প্রার্থী সাত্তার ধানের শীষ প্রতীকে- ৮২৭২৩ ভোট পেয়ে প্রথম এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি, স্বতন্ত্র প্রার্থী মঈনউদ্দিন কলার ছড়ি প্রতীকে ৭২৫৬৪ ভোট পেয়ে দ্বিতীয় হন।

আজ বুধবার অনুষ্ঠিত তিন কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে সাত্তার পেয়েছেন ১ হাজার ২৭৪ ভোট আর কলার ছড়ি প্রতীকে মঈন পেয়েছেন ২ হাজার ৮৫৫ ভোট।

মোট ফলাফলে ধানের শীষ প্রতীকে ৮৩ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন ধানের শীষ প্রার্থী। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. মঈন উদ্দিন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট।

/এসএস

Comments