বরিশাল-৩ আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮ রুবেল সরদার, বাবুগঞ্জ, বরিশাল: বরিশাল-৩(বাবুগঞ্জ-মুলাদী) আসনে জমে ওঠেছে নির্বাচনী প্রচারণা। বেলা উঠতেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। রোববার সকাল থেকে বেলা গড়ানোর পরেও প্রচার চালিয়ে গেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির দলীয় প্রার্থীরা। মহাজোট মনোনীত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান এমপি এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান, ‘বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন’। বাবুগঞ্জ-মুলাদী দুই উপজেলায় স্কুল-কলেজ-মাদ্রাসা, শতশত কিলোমিটার রাস্তার,উন্নয়ন করেছি, পুল-কালভাট-ব্রিজ নির্মান করেছি। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছি উল্লেখ্য করে তিনি, আগামী ৩০তারিখে দলমত নির্বিশেষে সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। অন্যদিকে জণগণের অধিকার ফিরে পেতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির প্রার্থী এডভোকেট জয়নুল আবেদিন বলেছেন, গণতন্ত্র উদ্বারের জন্য বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে। এ নির্বাচন খালেদার মুক্তির নির্বাচন, এ নির্বাচন তারেকের দেশে ফেরার নির্বাচন। এ নির্বাচন দেশকে বাচাঁনোর নির্বাচন। মুলাদী পৌরসভা ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে গণসংযোগে বাবুগঞ্জ-মুলাদী একটি মডেল উপজেলায় রুপান্তর করার সুযোগ চেয়ে শানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পৌর বিএনপি’র সভাপতি আঃ রব খান, সাবেক এমপি মোশারেফ হোসেন মঙ্গু, সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ ছত্তার খান সহ মুলাদী উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন তার সাথে। মহাজোটের বাইরে উন্মুক্ত হিসেবে জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুও বসে নেই। বিরামহীনভাবে চলছে তার গণসংযোগ। সকাল থেকে শুরু করে রাত অবদি লাঙ্গল প্রার্থী ঘুরছেন ভোটারের দ্বারে দ্বারে। সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু মুলাদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথ সভা এবং উঠোন বৈঠকে বলেছেন বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে লাঙ্গল প্রতীকে ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন,আমি এমপি থাকাকালীন সময় নিজের অর্থায়নে দুই উপজেলার সকল হাট-বাজারের খাজনা মওকুফ ও স্কুল-কলেজ-মাদ্রাসা, শতশত কিলোমিটার রাস্তার, উন্নয়ন করেছি, পুল-কালভাট-ব্রিজ নির্মান করেছি। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রন করেছি। আমি আসন্ন একাদশ নির্বাচনে বাবুগঞ্জ-মুলাদীবাসী আমার লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে বিজয়ী করলে আমি জনগনের জন্য নতুন চমক সৃষ্টি করবো ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। এ সময় উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা জাতীয়পার্টি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। /এসএস Comments SHARES নির্বাচন বিষয়: