হুইল চেয়ার টিমের এশিয়া কাপের প্রস্তুতি

প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ৫, ২০১৯

একুশ স্পোর্টস: কিছুদিন পরই শুরু হবে হুইল চেয়ার ক্রিকেট দলগুলোকে নিয়ে এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরেই ব্যস্ত সময় পার করছে দলটি। এশিয়া কাপ শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। তাই ভারত থেকে দেশে ফেরার পরেই আবার অনুশীলনে ব্যস্ত হয়ে পড়তে হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষের গ্রাউন্ড সহযোগীতায় বাংলাদেশ জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের এশিয়া কাপ ২০১৯ টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ৫ দিনের অনুশীলন ক্যাম্প সম্পন্ন হয়েছে।

আগামী ১৪ মে হুইল চেয়ার ক্রিকেট দলগুলোকে নিয়ে শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট চলবে আগামী ২০ মে পর্যন্ত। এবারের এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হবে নেপালে।

সাম্প্রতিক সময়ে ক্রিকেট মাঠে ভালো করার রেকর্ড রয়েছে বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট দলের। ফলে বড় স্বপ্ন নিয়েই নেপালে যাবে তারা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় হুইল চেয়ার ক্রিকেট দলের সাফল্যের শুরু থেকেই আছেন অফিশিয়াল এয়ার পার্টনার হিসেবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগীতায় সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল এবং বেক্সিমকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ দল প্রথম এশিয়া কাপ হুইল চেয়ার খেলতে প্রস্তুতি নিয়েছেন।

/আরএ

Comments