ভারতের বিপক্ষে ৭ বছরের শিশু ‘আর্চি শিলার’ যে কারণে অস্ট্রেলিয়ার নেতৃত্বে নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৮ মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিবে ৭ বছরের শিশু ‘আর্চি শিলার’। বিস্মেয়ের হলেও খবরটি সত্যা। যা তোলপার সৃষ্টি করেছে ক্রিকেট মহলে। জানা যায়, বক্সিং ডে টেস্ট সিরিজ খেলতে অস্টেলিয়া সফরে আছে ভারত। দুই ম্যাচ খেলে সিরিজে ১-১ সমতায় রয়েছে। তৃতীয় জিতে যে কেউ সিরিজে নিজেদেরে এগিয়ে রাখতে চাইবে। এমন পরিস্থিতে কিনা অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে ওই ম্যাচে মাঠে নামবে মাত্র ৭ বছরের শিশু ‘আর্চি শিলার’। এরইমধ্যে খবর টাইমস নাউ নিউজ জানিয়েছে, আর্চি শিলারকে দলের সহ-অধিনায়ক ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আর্চি শিলার- ছবি: হেরাল্ড সান অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পাইনে গতকাল রোববার ইয়ারা পার্কে একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও টুইট করে এ খবর জানানো হয়েছে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ৭ বছরের শিশুর মাথায় টেস্ট ক্যাপ পরিয়ে তাও আবার তার হাতে নেতৃত্ব কেন তুলে দেওয়া হয়েছে খোঁজ নিলে জানা যায়, শিশুটি মরণ ব্যাধি রোগে আক্রান্ত। জন্মের তিন মাস পরেই জানা যায় হৃদপৃণ্ডে জটিল সমস্যা রয়েছে তার। যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু ইচ্ছে ছিলো অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেওয়ার। আর্চি শিলার, ছবি: ডেইলি টেলিগ্রাফ অস্ট্রেলিয়ার ‘মেক এ উইশ’ ফাউন্ডেশন তার স্বপ্ন পূরণে এগিয়ে আসে। গত অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার সময় আর্চি অজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকে জানিয়েছিলো সে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে চায়। সে বিরাট কোহলিকে আউট করতে চায় এবং কোহলির উইকেট তুলে নেবে নিশ্চিত। অবশেষে বক্সিং ডে টেস্ট সিরিজে তার সেই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। Comments SHARES খেলাধুলা বিষয়: