আলিস ইসলাম; নেট বলার থেকে অভিষেকেই আলো কেড়ে নিলেন

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯

স্পোর্টস ডেস্ক: আলিস আল ইসলাম, টাইগার ক্রিকেটে পরিচিত কোন নাম নয়। নামটা প্রথম যারা শুনেছেন, তাদের মধ্যে অনেকেই ধরে বসেছিলেন বিদেশি কোটাতেই বোধহয় খেলতে নেমেছেন বিপিএলে।

সেই আলিস গতকাল ঢাকা ডায়নামাইটসের হয়ে যা করলেন তা বিস্ময়কেও ছাপিয়ে যায়। টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক ম্যাচেই গড়ে বসলেন বিশ্বরেকর্ড।

তবে ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেও নাকি জানতেনই না রংপুরের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিপিএলে অভিষিক্ত হচ্ছেন তিনি।

ছিলেন বিপিএলের দল ঢাকা ডায়নামাইটসের নেট বোলার হিসাবে, সেখানেই নিজ প্রতিভা দেখিয়ে নজর কেড়েছেন টিম ম্যানেজমেন্টের। তাইতো সুযোগ পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের মত মঞ্চ মাতানোর।

মাঠে নেমেই চিনিয়েছেন নিজের জাত। বিশ্বের প্রথম বোলার হিসাবে কুঁড়ি ওভারি ফরম্যাটে অভিষেকেই করেছেন হ্যাটট্রিক। এরপরতো আলোচনা থামছেই না আনকোরা (এখন অবশ্য নন) আলিসকে নিয়ে।

অনবদ্য পারফরম্যান্সে ম্যাচ সেরা হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুরুতেই নিজের পরিচয় দিতে হলো আলিসকে। যেখানে তাকে জিজ্ঞাস করা হয় ঢাকার বাইরে থেকে এসছেন কিনা? জবাবে আলিস বলেন, ‘নো, নো, নো, ঢাকার বাইরে থেকে না। আমি ঢাকার স্থানীয়। ঢাকার সাভারের বলিয়ারপুর।

ডায়নামাইটস শিবিরে নিজের আন্তর্ভুক্তির গল্প শোনাতে যেয়ে এই স্পিনার বলেন, ‘আমি প্রথম জানতে পারি গতকাল সন্ধ্যা বেলা। সুজন স্যার (খালেদ মাহমুদ সুজন) আমাকে ডেকে বলেন যে, মেন্টালি এন্ড ফিজিক্যালি প্রিপেয়ার্ড হয়ে থেকো।

আমি প্রিপেয়ার্ডই ছিলাম। তবে এতবড় স্টেডিয়ামের ভেতরে, এতবড় টুর্নামেন্ট বিপিএলে প্রথম দিকে প্রথমে এসে খেলা অনেক নার্ভাসনেসের ব্যাপার। আমি নার্ভাস ছিলাম, তারপরও।

নিজের হ্যাটট্রিকের অনুভূতি জানাতে গিয়ে আলিস বলেন, বিপিএলের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা অনেক সৌভাগ্যের ব্যাপার।

আসলে হ্যাটট্রিক করা যায় না, হ্যাটট্রিক হয়ে যায়। টিম সিচুয়েশন বলেন, যাই বলেন- হ্যাটট্রিক হয়ে যায়। আমি শুধু ভালো লাইনে বল করার চেষ্টা করেছি, দ্যাটস ইট। সূত্র: ক্রিকেট৯৭।

/এসএস

Comments