দূর্নীতিবাজদের সাথে কোনো আপোষ নয়: শেখ তন্ময় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮ রানা ফকির, বাগেরহাট: বাগেরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেছেন, আমি দুর্নীতি মুক্ত বাগেরহাট গড়ার স্বপ্ন দেখি, সেই স্বপ্নের বাগেরহাটে দূর্নীতিবাজদের কোনো আশ্রয় হবে না। সাধারণ জনগনই হবে ক্ষমতার উৎস। এছাড়া তিনি প্রতিপক্ষ দল গুলোকে নির্বাচনী প্রচার প্রচারণা চালানোর জন্য বলেন এবং প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। মঙ্গলবার বিকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে কাশিমপুর মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেমা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর শেখের সভাপতিত্বে জনসভায় অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য ফিরোজুল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদা আক্তার বানু, বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ, ডেমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনি মল্লিক প্রমুখ। /সিএইচ Comments SHARES নির্বাচন বিষয়: