ইসরাইলে ট্রাম্প কন্যা; উদ্বোধন করবে দূতাবাস

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মে ১৩, ২০১৮

স্টাফ রিপোর্টার : জেরুজালেমে নতুন মার্কিন দূতাবাস উদ্বোধনের জন্য ট্রাম্প কন্যা ইভাঙ্কা ও তার জামাতা জ্যারেড কুশনার ইসরাইলে এসে পৌঁছেছেন। কাল সোমবার তারা নতুন এই দূতাবাস উদ্বোধন করবেন।

তাদের সঙ্গে আরও রয়েছেন হোয়াইট হাউজের সিনিয়র উপদেষ্টারা। তবে, এই অনুষ্ঠানে থাকছেন না প্রেসিডেন্ট ট্রাম্প।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমস্ত প্রতিবাদ ও আন্তর্জাতিক আইন উপক্ষো করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং এ শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন। ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে ট্রাম্প তার পরিকল্পনার বাস্তবায়ন করতে যাচ্ছেন।

ইভানকার টুইটবার্তা

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যে যুদ্ধে ইসরাইল জেরুজালেম দখল করে নেয়। এর পর থেকেই দেশটি জেরুজালেমকে তার ‘শাশ্বত ও অবিচ্ছিন্ন’ রাজধানী বলে দাবি কর আসছে।

অন্যদিকে, যখন ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যতের রাজধানী হিসেবে দাবি করে আসছে।

ফিলিস্তিন ইস্যুতে কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষতা নীতি ভেঙ্গে ট্রাম্প ইসরাইলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দেন।

এদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, দূতাবাস সরানো তাদের জন্য উদযাপনের একটি কারণ।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এটিকে ‘শতাব্দীর শ্রেষ্ঠ থাপ্পর’ হিসাবে বর্ণনা করেছেন। সূত্র : বিবিসি

Comments