ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, মে ৩, ২০১৮

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সিরাজুল হক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন । বৃহস্পতিবার (৩ মে) বেলা দুইটার দিকে উপজেলার পাড়াতুলী ইউনিয়নে আলীনগর-আড়াকান্দা নামক স্থানে এই ঘটনা ঘটে । নিহত চেয়ারম্যান সিরাজুল হক বাঁশগাড়ী ইউনিয়নের ৬ বারের নির্বাচিত চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন ।

আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । পরে সেখান থেকে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক দুপুরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে বাঁশগাড়ি নিজের বাড়িতে ফিরছিলেন ।
চেয়ারম্যানের বহনকারী মোটরসাইকেলটি রায়পুরা-বাঁশগাড়ি সড়কের আলীনগর আড়াকান্দা নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা গতিরোধ করে । ওই সময় দুর্বৃত্তরা
মোটরসাইকেল চালককে বেদম মারধর করে সরিয়ে দেয় এবং চেয়ারম্যানকে গুলি করে সড়কের পাশ্ববর্তী জলাবদ্ধ জমিতে ফেলে দেয় । ওই সময় সড়কে চলাচলরত
লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায় ।

গুলিবিদ্ধ সিরাজুল হক চেয়ারম্যান  ছবি : প্রতিনিধি

মুমূর্ষু অবস্থায় প্রথমেই তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় । হাসপাতালের চিকিৎসক রেজাউল ইসলাম খাঁন জানান, চেয়ারম্যান সিরাজুল হক ঘাড়ে
গুলিবিদ্ধ হয়েছেন । তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে । তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান ।

এ ব্যাপারে ঘটনার সত্যতা স্বীকার করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ‘বাঁশগাড়ি ইউনিয়নের আধিপত্য নিয়ে পূর্ব থেকেই দুই
পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে । দফায় দফায় টেঁটাযুদ্ধের কারনে বিপর‌্যস্ত হচ্ছে এলাকার সামজিক ভারসাম্য । প্রাথমিকভাবে ওই ঘটনার জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি । ইতোমধে পুলিশ সরেজমিনে পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করেছে ।’ জানা যায়, প্রায় এক যুগ ধরে চলে আসা রক্তক্ষয়ী এ টেঁটাযুদ্ধের স্থায়ী মিমাংসা এখনও হয়নি ।

এদিকে খবর পেয়ে রায়পুরা উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (রায়পুরা-বেলাব সার্কেল)
বেলাল আহমেদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ হাসপাতালে চেয়ারম্যান সিরাজুল হককে দেখতে যান ।

#একুশ নিউজ/এএইচ

Comments