টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ; ৫ ওভারেই ৪ উইকেটের পতন

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৮

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক : টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ, তারপর ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজে জিতে ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা। এবার মিশন টি-টুয়েন্টি সিরিজটাও নিজেদের করে নেওয়ার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সোমবার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ।

তবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে দল। ইনিংসের দ্বিতীয় ওভারে কট্রেলের বলে কার্লস বার্থওয়াইটের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ফেরার আগে ৭ বলে করেছেন ৫ রান।

এরপরে ইনিংসের তৃতীয় ওভারেই ফিরেন লিটন দাস। ওসানে থমাসের বলে বার্থওয়াইটের হাতে ক্যাচ দিয়ে ফিরার আগে করেন ৫ বলে ৬ রান।

ঠিক পরের ওভারেই ফের ‍উইকেট। এবার ফের কট্রেলের বলে রোভম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরেন সৌম্য সরকার। ৪ বল খেলে করেন ৫ রান।

এই প্রতিবেদন লেখার সময় ২০ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ৩ বলে ৫ রান নিয়ে রান আউট হয়ে ফিরে যান মুশফিকুর রহিম।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, আরিফুল হক, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
শাই হোপ, এভিন লুইস, শিমরন হেটমায়ার, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েইট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, কেমো পল, শেলডন কোটরেল, ওশানে টমাস।

/এসএস

Comments