২১২ রানের বিশাল টার্গেট দিলো টাইগাররা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০১৮ মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডজকে ২১২ রানের বিশাল টার্গেট দিয়েছে বাংলাদেশ। এর আগে টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ করেন উইন্ডজ অধিনায়ক কার্লোস ব্রাথওয়েট। শুরুতেই ঝড়ো ব্যাটিংয়ে রানের চাকা দ্রুত গতিতে বাড়াতে থাকেন দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। ইনিংসের পঞ্চম ওভারে ১৫ রানে তামিম ফিরে গেলেও লিটন দাস খেলেন অনবদ্য এক ঝড়ো ইনিংস। কটরেলের বলে বোল্ড হওয়ার আগে ৩৪ বলে করেন ৬০ রান। এরপর সৌম্য সরকারের ৩২, সাকিব আল হসানের অপরাজিত ৪২, মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪৩ রান দলীকে বড় সংগ্রহ এনে দেয়। সাকিব-,মাহমুদ দুজনেই খেলেছেন ঝড়ো ইনিংস। দুজনের ইনিংস ছিলো যথাক্রমে মাত্র ২৬ ও ২১ বলের। ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২১১ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে যা বাংলাদেশের সর্বোচ্চ। /এসএস Comments SHARES খেলাধুলা বিষয়: