শরীয়তপুরে যারা নৌকা পেলেন

প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৮

রুম্মান আজিজ, একুশ প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রাপ্তদের মাঝে মনোনয়ন প্রাপ্তির চিঠি বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে চিঠি বিতরণ কার্যক্রম শুরু হয়। এর আগে আওয়ামী লীগ অফিস থেকে ফোন করে চূড়ান্ত প্রার্থীদের চিঠি সংগ্রহ করতে বলা হয়।

এদিন সকালে শরীয়তপুরের ৩টি নির্বাচনী আসনের বিপরীতে দুটি আসনের প্রার্থীরা তাদের প্রার্থীতার চিঠি পেয়েছেন।

শরীয়তপুর-১ আসনে আওমী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ইকবাল হোসেন অপু।

শরীয়তপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

শরীয়তপুর-৩ আসনের প্রার্থী অবশ্যে এখনো কোনো চিঠি পাননি। তবে বিভিন্ন সূত্রমতে জানা যায়, এই আসনে সাবেক পানিসম্পদসন্ত্রী ও প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম রাজ্জাকই হবেন নৌকার মাঝী।

এছাড়াও আজকে মনোনয়ন চিঠি প্রাপ্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), দীপু মনি (চাঁদপুর-৩)

শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), সাদেক খান (ঢাকা-১৩), আসলামুল হক (ঢাকা-১৪)

নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২)

মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২), মুহিবুল হাসান চৌধুরী নওফেল (চট্টগ্রাম-৯), আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪)।

/আরএ

Comments