লেখাটা শেয়ার করার পর বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুন ৩, ২০১৯

মোস্তফা সরয়ার ফারুকী : একটু আগে প্রথম আলোর লেখাটা শেয়ার করার পর বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। স্মৃতিভারাক্রান্ত বুকে মনে হইলো আমিই আইসিসি।

মনে আছে মহাখালী ডিওএইচএসের শুটিং হাউসে আমরা সব ভাই-ব্রাদারসহ যখন থাকতাম তখন প্রায়ই আমরা ক্রিকেট খেলতাম।

খেলায় হারজিত থাকবেই। আমি তো জোর করে প্রতিদিন জিততে পারবো না। এতো খারাপ লোকতো আমি না। এছাড়া আমি একজন আইননিষ্ঠ মানুষ।

ফলে আমি যেটা করতাম, প্রতিদিন সকাল-বিকাল আইন বদলাতাম পরিস্থিতি অনুযায়ী। এতে করে আমাকে কখনো বেআইনি কাজ করতে হইতো না, এমনকি পরাজয়ের স্বাদও নিতে হইতো না। আইন এবং নিয়মের প্রতি এতো নিষ্ঠা আর কেউ কোথাও দেখছে কিনা আমার জানা নাই।

আমার ভাই-ব্রাদারদের কি জানা আছে?

(ফেসবুক থেকে সংগৃহীত)

এমএম/

Comments