লাঞ্চের আগে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে বাংলাদেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮ একুশনিউজ: সিলেট টেস্টে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশে। বিনা উইকেটে ২৬ রান নিয়ে সোমবার তৃতীয় দিনের খেলা শেষ করে। বাকি দু’দিনে প্রয়োজন ২৯৫ রান। সেই লক্ষ্যে খেলতে নেমে আজ দিনের শুরুতেই দুটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন লিটন দাস (২৩) ও মমিনুল হক (৯)। এরপর এই মিছিল আরো দীর্ঘ হতে থাকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১১১ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম। ৪৬.৫ ওভারে নাজমুল হোসাইন শ্বান্ত আউট হলে লাঞ্চ ব্রেক হয়। জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা নেন ৩টি উইকেট। কাইল জারভিস ও ব্রান্ডন মাভুটা নেন ১টি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছে ২৮২ রান। জবাবে বাংলাদেশ মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে ১৩৯ রানের লিড পায় সফরকারীরা। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে জিম্বাবুয়ে করে ১৮১ রান। ফলে বাংলাদেশের সামনে জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্য নির্ধারিত হয়। বাংলাদেশের বোলারদের মধ্যে দারুণ খেলেছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলে নিয়েছেন ১১ উইকেট। /আরএ Comments SHARES খেলাধুলা বিষয়: