যে সব জামায়াত নেতা পাচ্ছেন ধানের শীষ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৮ একুশ ডেস্ক: ২০০৮ সালের নির্বাচনে জোটের পক্ষ থেকে ৩৩টি আসন পেলেও ৩৮ আসনে নির্বাচন করেছিলো জামায়াত। পাঁচটি আসনে বিএনপি ও জামায়াত দুই দলেরই প্রার্থী ছিল। গতবারের জোটগত ৩৩টি আসনের২৭টিতে এবারও জোটের মনোনয়ন চায় জামায়াত। গতবারের উন্মুক্ত পাঁচটি আসনের তিনটিতে জামায়াত দ্বিতীয় হয়েছিল। বিএনপির অবস্থান ছিল তৃতীয়। এগুলোতেও এবার জোটের মনোনয়ন চায় জামায়াত। সব মিলিয়ে জোটগত ৩৩ এর ২৭ এবং উন্মুক্ত ৫এর ৩টি সহ মোট ৩০ টি আসন চাইছে জামায়াত। সেই নতুন করে রাজশাহী-১, বগুড়া-৪, ঢাকা-১৫, সাতক্ষীরা-১ ও চট্টগ্রাম-১৬ আসনে মনোনয়ন চায়। তবে বিএনপি গত রাত পর্যন্ত জামায়াতকে ২৫টি আসন ছাড়তে রাজি হয়েছে। সর্বশেষ জামায়াতের দাবি ছিলো ২৭টি আসনে। বাকি দুটিতে তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারে বলে জানা গেছে। তবে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত ২৫টি আসনের কথা নিশ্চিত করা হয়েছে। যেসব আসন ছাড়ছে বিএনপি: ঠাকুরগাঁও-২ মাওলানা আবদুল হাকিম, দিনাজপুর-১ মাওলানা আবু হানিফ, দিনাজপুর-৬ আনোয়ারুল ইসলাম। নীলফামারী-৩ মোহাম্মদ আজিজুল ইসলাম, লালমনিরহাট-১ আবু হেনা মো. এরশাদ হোসেন সাজু, রংপুর-৫ অধ্যাপক গোলাম রব্বানী, কুড়িগ্রাম-৪ নুরুল আলম মুকুল। গাইবান্ধা-১ অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-৪ ডা. আবদুর রহীম সরকার, বগুড়া-৪ মাও. তায়েব আলী, সিরাজগঞ্জ-৪ রফিকুল ইসলাম খান, পাবনা-১ আবদুল বাসেত, পাবনা-৫ ইকবাল হোসাইন। যশোর-২ আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন, বাগেরহাট-৩ অ্যাডভোকেট আবদুল ওয়াদুদ, বাগেরহাট-৪ আবদুল আলীম; খুলনা-৫ মিয়া গোলাম পরওয়ার; খুলনা-৬ আবুল কালাম আযাদ। সাতক্ষীরা-২ মুহাদ্দিস আবদুল খালেক, সাতক্ষীরা-৩ মুফতি রবিউল বাশার, সাতক্ষীরা-৪ গাজী নজরুল ইসলাম, পিরোজপুর-২ শামীম সাঈদী, সিলেট-৫ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। সিলেট-৬ মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা-১১ ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, চট্টগ্রাম-১৫ আ ন ম শামসুল ইসলাম, কক্সবাজার-২ হামিদুর রহমান আযাদ। এছাড়া ২০-দলীয় জোটের মধ্যে এলডিপির কর্নেল (অব.) অলি আহমদ চান ৬টি আসন। বিএনপি চারটি আসনে তাদের ছাড় দিতে রাজি হয়েছে। বাকি দুটিও পাওয়া যাবে বলে এলডিপির আশা। তাদের আসনগুলো হলো— কর্নেল অলি আহমদ (চট্টগ্রাম-১৪), দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ (কুমিল্লা-৭), শাহাদাত হোসেন সেলিম (লক্ষ্মীপুর-১), আবদুল করিম আব্বাসী (নেত্রকোনা-২), এম ইয়াকুব আলী (চট্টগ্রাম-১২) এবং অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ (ময়মনসিংহ-১০) অন্যতম। এ ছাড়া বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপির) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ (ভোলা-১), কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (চট্টগ্রাম-৫), জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার শফিউল আলম প্রধানের মেয়ে ব্যারিস্টার তাসমিয়া প্রধান (পঞ্চগড়-২) আসনে ধানের শীষ প্রতিকে নির্বাচন করবে। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: যে সব জামায়াত নেতা পাচ্ছেন ধানের শীষ