যারা জিততে পারবে তাদেরকেই মনোনয়ন দিয়েছি: কাদের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৮ একুশ নিউজ: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারে এমন প্রার্থীদেরকেই আমরা মনোনয়ন দিয়েছি। শুক্রবার মহাজোটের শরীক দলগুলোর মধ্যে আসন বণ্টন উপলক্ষ্যে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, আমরা মনোনয়ন দেওয়া সমাপ্ত করেছি, যারা পেয়েছে তাদেরকে চিঠি দেয়া হয়েছে। ১৭টি আসনে ডাবল প্রার্থী ছিলো, সেখানে একজনকে চূড়ান্ত করা হয়েছে। কাদেন বলেন, বেশিরভাগ একক প্রার্থীকেই চিঠি দিয়ে দেয়া হয়েছে। যারা এখনও বাকি আছেন, তারা জাহাঙ্গীর কবির নানকের কাছে থেকে চিঠি নিয়ে যাবেন। শরীকরা চাইলে আরো আসনে নির্বাচন করতে পারবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শরিকদের যদি কেউ আরও আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, তারা নিজেদের প্রতীকে করতে পারবেন। আমরা শুধু নৌকা প্রতীকের কয়েকটা আসন দিলাম। সবারই আকাঙ্ক্ষা বেশি পেতে চায়, তবে আমরা এর বেশি দিতে পারছি না। পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনে আগামীকাল পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, নৌকা দিয়েছি ওয়ার্কার্স পার্টিকে ৫টি, জাসদ ৩টি, তরিকত ফেডারেশন ২টি, জাসদ (আম্বিয়া) ১টি, বিকল্পধারা ৩টি এবং জেপি মঞ্জু ২টি। জাতীয় পার্টি ৪০-৪২টি আসন পাবে। তারা যে কোনো প্রতীক নিয়েই নির্বাচন করতে পারে। সব মিলিয়ে শরিকদের ৫৫-৬০টি আসন দিয়েছি। ২৪০ জন মোটামুটি আওয়ামী লীগের চূাড়ান্ত প্রার্থী, দুই একজন এদিক ওদিক হতে পারে। জয়ী হতে পারে এমন প্রার্থীকেই আমরা মনোনয়ন দিয়েছি। আওয়ামীলীগ কার্যালয়ে থেকে বেরিয়ে জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, আমরা নৌকা মার্কায় তিনজন প্রতিদ্বন্দ্বিতা করবো। এছাড়া আমাদের জাসদের দলীয় প্রতীকে ৩৯ জন প্রার্থী দেওয়া হয়েছে। তবে এসময় বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান উপস্থিত থাকলেও বের হয়ে কোনো কথা বলেননি। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: যারা জিততে পারবে তাদেরকেই মনোনয়ন দিয়েছি: কাদের