মানুষের মূত্র থেকে প্রস্তুত হবে ইট, কমবে পরিবেশ দূষণ

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

ফাইজা হুমাইরা: মানুষের মূত্র ব্যবহার করে পরিবেশবান্ধব ইট তৈরিতে সাফল্য অর্জন করেছে দক্ষিণ আফ্রিকার শিক্ষার্থীরা। বিবিসির এক প্রতিবেদন জানিয়েছে, দেশটির কেপ টাউন ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থী মানুষের প্রস্রাব দিয়ে এ ধরনের ইট তৈরিতে সক্ষম হয়েছে।

অভিনব উপায়ে তারা উদ্ভাবন করেন প্রস্রাবের সাথে বালি ও ব্যাকটেরিয়ার মিশ্রণে একটা শক্ত ইটে পরিণত হয়। এজন্য আলাদা কোন তাপের প্রয়োজন হয় না, নিজ কক্ষের তাপমাত্রাতেই তৈরি হবে এ ধরনের ইট।

প্রস্তুতকৃত ইট

এ সম্পর্কে কেপ টাউন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সুপারভাইজার ডিলন র‍্যান্ডিল বলেন, সাগরে যে পদ্ধতিতে কোরাল তৈরি হয়, এটা মূলত সেই পদ্ধতি।

ইটের ভাটায় ইট তৈরিতে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয়। মাটিকে ইটে পরিণত করতে কাঠ জ্বালানো হয় যা অনেক কার্বন-ডাই-অক্সাইড উৎপন্ন করে। কিন্তু প্রস্রাবের সাহায্যে তৈরি ইটে এসব কিছুই লাগবে না। তাই পরিবেশও দূষণের কোন চিন্তা থাকছে না।

কেপ টাউন ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই প্রকল্পের অংশ হিসেবে তাদের টয়লেট থেকে প্রস্রাব সংগ্রহ করছে। এরপর সেটা দিয়ে পদ্ধতি মেনে তৈরি করছে ইট। এ পদ্ধতির নাম দেয়া হয়েছে ‘মাইক্রোবায়াল কার্বোনেট প্রিসিপিটেশান’।

শিক্ষার্থীরা জানায়, ধরনের একটি ইট তৈরি করতে ২৫ থেকে ৩০ লিটার পর্যন্ত প্রস্রাবের প্রয়োজন হয়। কিন্তু প্রতিবার একজন মানুষ গড়ে ২০০ মিলি থেকে ৩০০ মিলি প্রস্রাব করে। সে হিসাবে একজন মানুষের ১০০ বারের প্রস্রাব দিয়ে তৈরি হবে একটি ইট।

বিআইজে/

Comments