মনোনয়ন বৈধ ইলয়াস পত্নী লুনা ও ছেলে আবরার ইলিয়াসের

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০১৮

 একুশ ডেস্ক: মনোনয়নপত্র বাতিলের আশঙ্কায় সারাদেশেই একাধিক প্রার্থীকৈ মনোনয়ন দেয়া বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনেও দেয়া হয়েছিলো দু’জনকে। দলীয় মনোনয়নপ্রাপ্ত দু’জনই আবার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পদক গুম হওয়া ইলিয়াস আলী পরিবারের।

ইলিয়াস আলীর স্ত্রীর তাহসিনা রুশদীর লুনা ও ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণবকে মনোনয়ন দেয় বিএনপি।

তবে যাচাই-বাচাইয়ে দু’জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা হয়। সিলেট জেলা রিটার্নি অফিসার এম কাজী এমদাদুল ইসলাম বিএনপির প্রার্থী হিসেবে তাহসিনা রুশদীর লুনা ও আবরার ইলিয়াস দু’জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন।

দু’জনের মনোনয়ন বৈধ হওয়ায় এখন দেখার বিষয় চূড়ান্তভাবে কে পান নির্বাচনের দলীয় টিকিট। তবে স্থানীয়দের মতে ইলিয়াস আলীর স্ত্রীর সম্ভাবনাই বেশি।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম মনে করেন এ আসন থেকে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাই নির্বাচন করবেন। ইলিয়াস আলী ‘নিখোঁজ’র পর থেকে তিনিই এ আসনে বিএনপির রাজনীতি দেখাশুনা করছেন।

দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশ নিয়েও তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা তৈরি করতে সক্ষম হয়েছেন বলেও জানান জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম।

/আরএ

Comments