মনোনয়ন কিনলেন মাশরাফি; সাকিবকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৮

একুশ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আওয়ামী লীগের প্রার্থী হয়ে নৌকা প্রতিকে নির্বাচনে অংশ নিবেন মাশরাফি। রোববার দুপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেন মাশরাফি।

রোববার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের মনোনয়ন পত্র কিনেন মাশরাফি বিন মুর্তুজা। এ সময় আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

মনোনয়নপত্র কিনে আনুষ্ঠানিকভাবে ওবায়দুল কাদেরের হাত থেকে তা সংগ্রহ করেন মাশরাফি বিন মুর্তুজা।

এর আগে রোববার বেলা একটার দিকে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে যান তিনি।

অন্যদিকে সাকিব আল হাসানের যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। মনোনয়ন কিনার ব্যাপারে গতকাল বিকেলে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাকিব। এ সময় প্রধানমন্ত্রী তাকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রী বলেছেন, সামনে বিশ্বকাপ আছে। তুমি খেলা চালিয়ে যাও।

/আরএ

Comments