বিড়াল মেরে কারাগারে দুই যুবক

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক: বিড়াল মেরে কারাগাড়ে যেতে হলো দুই যুবককে। কারাদণ্ডও হতে পারে তিন বছর করে। ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায়।

লন্ড্রির কাপড় ধোয়ার ওয়াশিং মেশিনে ঢুকিয়ে একটি বিড়াল হত্যা করায় এ দু’জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বিড়ালটি ছিলো গর্ভবতী।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই দুইজন বিড়ালটিকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দেয়। এবং তাতে বিড়ালটি মারা যায়।

কর্তৃপক্ষ সূত্রে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের বিরুদ্ধে নিষ্ঠুরভাবে প্রাণি হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের তিন বছর করে জেল হতে পারে। এছাড়া এ ঘটনার সাথে জড়িত আরও একজনকেও খুঁজছে পুলিশ।

অভিযুক্তদের শনাক্ত করতে সংবাদ মাধ্যমকে এ ঘটনার সিসিটিভি ফুটেজ দেয় পুলিশ। সেখানে দেখা যায়, তিনজন লোক বিড়ালটিকে ওয়াশিং মেশিনের ড্রয়ারে ঢুকাচ্ছে।

মেশিনে কয়েন ডুকিয়ে সেটি চালু করে দিয়ে তারা লন্ড্রি দোকান থেকে বের হয়ে যায়। পরবর্তীতে অন্য একজন মেশিনের মধ্যে বিড়ালটিকে মৃত অবস্থায় পায়।

এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ালে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। প্রাণী সংরক্ষণ ও অধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের ধরিয়ে দেয়ার জন্য প্রচারণা চালায়।

/এমএম

Comments