বার্সেলোনা ছাড়ছেন মেসি ? নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৮ স্পোর্টস ডেস্ক : লিওনেল আন্দ্রেস “লিও” মেসি কুচ্চিত্তিনি একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার। তিনি স্পেনের সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবল লিগ প্রতিযোগিতা লা লিগাতে বার্সেলোনা ফুটবল ক্লাব এবং আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের পক্ষে একজন ফরোয়ার্ড (আক্রমণভাগের খেলোয়াড়) হিসেবে খেলেন। মাত্র ২১ বছর বয়সেই মেসি বালোঁ দর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার দু’টির জন্য মনোনীত হন। পরের বছর তিনি প্রথমবারের মত বালোঁ দর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন। ২০১০ খ্রিস্টাব্দ থেকে বালোঁ দর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার দুটিকে এক করে নাম দেওয়া হয় ফিফা বালোঁ দর। উদ্বোধনী বছরেই এই পুরস্কার জিতেন তিনি। এরপর ২০১১ এবং ২০১২ সালের পুরস্কারও জিতেন তিনি। ২০১১–১২ মৌসুমে তিনি ইউরোপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন। ২৪ বছর বয়সেই তিনি সব ধরণের অফিসিয়াল প্রতিযোগিতায় বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন। ২৫ বছর বয়সে তিনি লা লিগায় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ২০০ গোল করার কৃতিত্ব অর্জন করেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে ক্লাব ও জাতীয় দল – উভয় মিলিয়ে তিনি তার ক্যারিয়ারের ৪০০তম অফিসিয়াল গোল করেন। একই বছরের নভেম্বরে তিনি লা লিগা ও চ্যাম্পিয়নস লীগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন।২০১৭ সালের মে মাসে তিনি বার্সেলোনার হয়ে নিজের ৫০০ তম গোলের মাইলফলক স্পর্শ করেন। মেসির নামের সাথে গভীরভাবে জড়িয়ে আসে ফুটবল ক্লাব বার্সেলোনার নাম। লিওনেল মেসি আর বার্সেলোনা- এই দুটি নাম যেন একে অন্যের পরিপূরক। মেসি যতোটা না আর্জেন্টিনার, তারচেয়েও অনেক বেশি বার্সেলোনার- এমনটাও বলে থাকেন অনেকে। সেই মেসিই কিনা ছাড়ছেন বার্সেলোনা? এমন গুজবই এখন ভাসছে স্প্যানিশ ক্লাব ফুটবলের বাতাসে। এই ফরোয়ার্ড বেশ অনেকবারই বলেছেন, ক্যারিয়ার শেষ করার আগে আর্জেন্টিনায় ফিরতে চান। ইতিহাসে তৃতীয়বারের মতো ট্রেবল জেতার অপেক্ষায় বার্সেলোনা। স্পেনের একমাত্র দল হিসেবে লা লিগা, কোপা ডেল রে আর চ্যাম্পিয়নস লিগ জয়ের পথ থেকে এখনো ছিটকে যায়নি কাতালানরা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় চেলসির মাঠে ড্র করে আসায় বেশ ভালো অবস্থানেই আছে দলটি। তবে চ্যাম্পিয়নস লিগে যত এগোতে থাকবে, ততই দুশ্চিন্তায় পড়বে বার্সেলোনা–সমর্থকেরা। কারণ, এবার চ্যাম্পিয়নস লিগ জিতলেই নাকি বার্সেলোনা ছেড়ে দেবেন লিওনেল মেসি! এমন খবর জানিয়ে বোমা ফাটিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস ডট ইউকে। মেসিকে সব দিয়েছে বার্সা। অর্থ, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি-সব। … প্রভাবশালী সংবাদমাধ্যম ডন ব্যালন জানিয়েছে, ভবিষ্যত নিয়ে সহধর্মিনী আন্তোনেল্লা রোকুজ্জোর সঙ্গে আলোচনা করেছেন মেসি। মেসির দুই সন্তানের মা চান নিজের দেশ আর্জেন্টিনায় থিতু হতে। তাই এবারে চ্যাম্পিয়নস লিগ জিতলেই পরের মৌসুমে আর্জেন্টিনা চলে যাবেন। কারণ মেসির নিজেরও স্বপ্ন ছোটবেলার ক্লাব নিউ ওয়েলসের জার্সি গায়ে চাপানোর। আর মেসির বয়সও এখন ৩০। ক্লাব ফুটবলে বার্সার হয়ে কিছু জেতার না থাকলেও এই বয়সে শীর্ষ ফুটবলকে বিদায় জানাবেন? তাও তো মনে হয় না। অবশ্য মেসি নিজে বলেছিলেন, আর্জেন্টিনার ফুটবলে তিনি একেবারে বুড়ো বয়সে ফিরবেন না; বরং এমন বয়সে ফিরতে চান, যখন ফুটবলে অনেক কিছু দেওয়ার থাকবে। তবে আর্জেন্টিনা যদি এবারো বিশ্বকাপ না জেতে তাহলে দেশে ফেরাটা অনিশ্চিতই হয়ে যেতে পারে মেসির জন্য। বিশ্বকাপ না জিতিয়ে তার দেশে ফেরা তখন ভালো চোখে দেখবে না আর্জেন্টিনার মানুষ। #এএইচ/একুশনিউজ Comments SHARES খেলাধুলা বিষয়: