বাজেটের ৯০ ভাগ আসে নিজস্ব অর্থায়ন থেকে: লায়ন্স ক্লাবের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

স্টাফ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা সময় বাজেট দিতে বৈদেশিক সাহায্যের উপর নির্ভর করা লাগতো। আর এখন বাজেটের ৯০ ভাগ আসে নিজস্ব অর্থায়ন থেকে।

প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ ভাগ ছাড়িয়ে গেছে। আর মুদ্রাস্ফীতি করে ৫ দশমিক ৪ শতাংশে নেমে এসেছে। বর্তমানে মানুষের মাথাপিছু আয় ১৭৫১ মার্কিন ডলার।

শনিবার বিকালে গণভবনে স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

দেশ গড়ায় লায়নদের বিশেষ অবদান রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আজকে বাংলাদেশ বিশ্বে সম্মান পাচ্ছে, স্বীকৃতি পাচ্ছে। এখন বলে বাংলাদেশ তো উন্নয়নের রোল মডেল।

প্রধানমন্ত্রী লায়নদের উদ্দেশে বলেন, এই মর্যাদাটা যেন ধরে রাখতে পারি সেজন্য দেশ গড়ায় আপনাদের বিশেষ অবদান রাখতে হবে। এই বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসাবে গড়ে তুলব।

অনুষ্ঠানে লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের নবনির্বাচিত আন্তর্জাতিক পরিচালক কাজী আকরাম উদ্দিন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জাতিসংঘের কনসালটেটিভ স্ট্যাটাস প্রাপ্ত, বিশ্বের সর্ববৃহৎ মানবসেবামূলক সংগঠন। সমাজের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নিবেদিত এই সংগঠন বিগত একশ বছরের বেশী সময় ধরে বিশ্বের দুই শতাধিক দেশে মানব সেবায় কাজ করে যাচ্ছে।

/আরএ

Comments