বাংলাদেশের রেকর্ড জয়ে মুশফিকেরও রেকর্ড নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৮ মারুফ মুনির: এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড করেছেন মুশফিকুর রহিম। যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন মুশফিক। সামনে আছেন কোহলি। এশিয়া কাপ ক্রিকেটের ১৪তম আসরের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৪৪ রানের নান্দনিক ইনিংস খেলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। যা এশিয়া কাপের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের দিক দিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। তার সামনে রয়েছেন শুধু ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর আগে পাকিস্তানের সাবেক খেলোয়াড় ইউনিস খান। ২০০৪ সালে কলম্বোতে হংকং-এর বিপক্ষে ১২২ বলে করেন ১৪৪ রান। এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ভারতের বিরাট কোহলির। ২০১২ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ১৪৮ বলে ১৮৩ রানের ইনিংস খেলেন ভারতের নিয়মিত অধিনায়ক কোহলি। তবে এশিয়া কাপের এবারের আসরে খেলছেন না কোহলি। গতকাল এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সব কটি উইকেট হারিয়ে ২৬১ রান করে বাংলাদেশ। জবাবে ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বিদেশের মাটিতে সর্বোচ্চ ১৩৭ রানের ব্যবধানে রেকর্ড জয় পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৪৪ রান করেন মুশিফিকুর রহিম। বোলিংয়ে মাশরাফি, মোস্তাফিজ ও মিরাজ নেন ২টি করে উইকেট, সাকিব, রুবেল, মোসাদ্দেক নেন ১টি করে উইকেট। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান মুশফিকেরবাংলাদেশের রেকর্ড জয়ে মুশফিকেরও রেকর্ডসামনে কোহলি