ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদ নীরব থাকতে পারে না: মাসুদ বিন মোমেন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদের নীরব থাকতে পারে না বলে মন্ত্র জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও ওআইসি সভাপতি মাসুদ বিন মোমেন। তিনি বলেছেন, ওআইসি সতর্ক করে দিতে চায়, ফিলিস্তিন প্রশ্নে নিরাপত্তা পরিষদ কেবল দর্শকের ভূমিকায় থাকতে পারে না। এক্ষেত্রে চলমান রাজনৈতিক অচলাবস্থা মোটেও গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৃহস্পতিবার ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে এক মুক্ত আলোচনায় ওআইসির সভাপতি হিসেবে একথা বলেন মাসুদ বিন মোমেন। মাসুদ বিন মোমেন বলেন, জাতিসংঘের প্রস্তাব, মাদ্রিদ নীতি এবং আরব শান্তি প্রক্রিয়াসহ আন্তর্জাতিকভাবে ঐক্যমত্যে পৌঁছানো বিচার্য্য বিষয়ের উপর ভিত্তি করে ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে। ইসরাইলের আগ্রাসনের নিন্দা জানিয়ে তিনি বলেন, এর ফলে পূর্ব জেরুজালেমের জনমিতিক গঠন, অবস্থান ও চেহারা এমনভাবে পাল্টে দিয়েছে যার ফলে এই ভূখণ্ড সাবলীল ফিলিস্তিনি পরিবেশ থেকে একেবারেই আলাদা হয়ে গেছে। সহিংসতায় বেসামরিক মানুষের প্রাণহানিতে উদ্বেগ জানিয়ে এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের কাছে ইসরাইলি অবরোধ সরিয়ে দেওয়ার পদক্ষেপ গ্রহণ এবং সঙ্কট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মাসুদ। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত জাতীয় আকাঙ্ক্ষা ও আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত বণ্টন অনুযায়ী স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ফিলিস্তিন ইস্যুতে নিরাপত্তা পরিষদ নীরব থাকতে পারে না: মাসুদ বিন মোমেন