ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ৫ ধাপ উন্নতি

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৯

ডেস্ক: ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। লাল সবুজের প্রতিনিধিরা এখন ১৮৩তম স্থানে। এপ্রিলের শুরুতে চার ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৮তম।

শুক্রবার ঘোষিত র‌্যাঙ্কিং থেকে জানা গেছে, বাংলাদেশের পয়েন্ট এখন ৯২২। যা আগের থেকে ১৩ বেশি।

আগের মতো বেলজিয়ামই শীর্ষে আছে। দ্বিতীয় স্থানেও যথারীতি ফ্রান্স। ব্রাজিল তিন নম্বরে, আর্জেন্টিনা ১১ নম্বরে।

উয়েফা ন্যাশনাল লিগের সাফল্যে পর্তুগাল দুই ধাপ উন্নতি করে পঞ্চম স্থানে এসেছে। একই টুর্নামেন্টের ফাইনালিস্ট নেদারল্যান্ডস দুই ধাপ এগিয়ে ১৪তম স্থানে।

সাবেক তিন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন, জার্মানি এবং ইতালিরও উন্নতি হয়েছে। দল তিনটি যথাক্রমে সপ্তম, একাদশ এবং চতুর্দশ স্থানে আছে।

এশিয়া থেকে সবচেয়ে বেশি উন্নতি করেছে মালয়েশিয়া। দলটি ৯ ধাপ এগিয়ে ১০০৯ পয়েন্ট নিয়ে ১৫৯তম স্থানে আছে।

ভারত আগের মতোই ১০১তম স্থানে। তাদের পয়েন্ট ১২১৯। নেপালের চার ধাপ অবনতি হয়েছে। ৯৯৫ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৬৫তম।

Comments