প্রধানমন্ত্রীর পক্ষে দুটি আসনে দলীয় মনোনয়ন কিনলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮

একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দুটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর পক্ষে দুটি আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকাল ১০টার দিকে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে শেখ হাসিনার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন কাদের।

এ ছাড়া জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে একটি মনোনয়ন ফরম ক্রয় করেন ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ।

গোপালগঞ্জ-৩ আসনসহ আরেকটি আসন থেকে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম ক্রয় করেছেন। তবে ওই আসনটির নাম জানানো হয়নি।

অন্যদিকে রংপুরের পীরগঞ্জ আসন থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দলীয় প্রধান ও স্পিকারের পাশাপাশি ওবায়দুল কাদের নিজের জন্য মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে।

নোয়াখালী-৫ আসন থেকে ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এবং দলটির সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম।

এদিকে সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রোববার বিকাল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সম্পাদক ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

/আরএ

Comments