প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে দুর্গা পূজা

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮

একুশ নিউজ: আজ শুক্রবার সারাদেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা।

বিজয়া দশমীতে মর্ত্য ছেড়ে আবারও কৈলাসে যাবেন দুর্গতিনাশিনী দেবী দুর্গা। আর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়েই শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসব।

শুক্রবার বিকেলে রাজধানীর ওয়াইজঘাটে প্রতিমা বিসর্জন দেন দেবি দুর্গা ভক্তরা।

দুপুর ৩টার পর পরই বিভিন্ন এলাকা থেকে প্রতিমাসহ ভক্তরা জড়ো হন ওয়াইজঘাটে। বাদ্য আর আরতির মাধ্যমে বিসর্জন দেওয়া হয়। শেষবারের মতো তেল-সিঁদুর পরিয়ে চোখের জলে মাকে এক বছরের জন্য বিদায় জানান তারা।

চারদিন পূজার পর দেবি দুর্গা তথা মাকে বিদায় জানানো কষ্টকর বলে জানান অনেক দেবি ভক্তরা। তারা বলেন, চারদিন পূজায় তারা মা দুর্গা দেবির নিকট অনেক প্রাার্থনা করেছেন। দেশের জন্য নিজেদের জন্য মঙ্গলের প্রার্থনা করেছেন বলেও তারা জানান।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে রাত ১০টার মধ্যেই প্রতিমা বিসর্জনের নির্দেশনা রয়েছে।

/অারএ

Comments