প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার প্রধান আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:০৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০১৮ মুন্সিগঞ্জ প্রতিনিধি : লেখক ও প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমান গ্রেপ্তারের তিন দিনের মাথায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুরচরে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা ডিআইওয়ান মো. নজরুল ইসলাম দাবি করেন, গত রোববার পুলিশের কয়েকটি টিম একত্রে অভিযান চালিয়ে গাজীপুর থেকে আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাকী সঙ্গীদের ধরার জন্য গতকাল রাতে খাসমহল বালুরচরে অভিযান চালানো হয়। সেখানে একটি বাসায় আব্দুর রহমান ভাড়া থাকতেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গীরা হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। তখন আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় সিরাজদিখান থানার তিন পুলিশ সদস্য আহত হন বলে দাবি করেন ডিআইওয়ান নজরুল। এরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার, হাসান এবং কনস্টেবল মোশাররফ। পুলিশের ভাষ্য, ঘটনাস্থল থেকে হ্যান্ডগ্রেনেড, আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সকাল সাড়ে ৯টায় জেলা পুলিশ সুপার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন। #এএইচ Comments SHARES অপরাধ বিষয়: