পুনরায় ক্ষমতায় আসতে সরকার নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিয়েছে: চরমোনাই পীর নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮ একুশ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ মু. রেজাউল করীম বলেছেন, গোটা দেশ দুর্নীতিতে নিমজ্জিত, দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছে, গণতন্ত্রের নামে চলছে স্বৈরতন্ত্র। ক্ষমতাসীনরা পুনরায় ক্ষমতায় আসতে নির্বাচন ব্যবস্থায় পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে। দেশের মানুষ রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের উপর আস্থা রাখতে পারছেন না। আজ ২৬ সেপ্টেম্বর (বুধবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন। আসন্ন নির্বাচনে দেশের মানুষের এখনো বিন্দুমাত্র আস্থা তৈরি হয়নি, কারন বিগত স্থানীয় নির্বাচন গুলোয় ভোটের নামে রাষ্ট্রের অর্থ অপচয়ে জনগণ তামাশা দেখেছে বলেও মন্তব্য করেন পীর চরমোনাই। তিনি বলেন, এ অবস্থা আর চলতে দেয়া যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার সকল অধিকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে নির্দলীয় সরকারের অধীন ছাড়া সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আমরা আগামী ৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহা-সমাবেশ আহবান করেছি। তিনি দেশবাসীকে উক্ত মহা-সমাবেশে দলমত নির্বিশেষে যোগদানের আহবান জানান। উপজেলা সভাপতি আলহাজ্জ্ব মাকছুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি, মাওলানা ইমতিয়াজ আলম। প্রধান বক্তা ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনে দলের প্রার্থী জনাব কে এম আতিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সভাপতি মাওলানা সোহরাব হোসাইন ফারুকী, জেলা সেক্রেটারী হাফেজ মু. শাহাদাত হোসাইন ও জেলার প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মু. কবির হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলন সঞ্চালনায় ছিলেন, শ্রীনগর উপজেলা সেক্রেটারী মুফতি শাহাদাত হোসাইন। /এমএম Comments SHARES নির্বাচন বিষয়: পুনরায় ক্ষমতায় আসতে সরকার নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে নিয়েছে: চরমোনাই পীর