পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৮ মারুফ মুনির: এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এই মুহুর্তে ৫ উইকেট হারিয়ে চাপের মুখে পড়েছে বাংলাদেশ। এই মুহুর্তে দলীয় স্কোর ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। দলীয় ১৬ রানের মাথায় ১৮ বল খেলে ব্যাক্তিগত ৬ রানে আউট হয়ে সাজঘরে ফিরে নাজমুল হাসান শান্ত। এরপর মাত্র ২ বল খেলে ১ রানে আউট হয় মোহাম্মদ মিঠুন। লিটন-মুশফিকের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলে ওঠার চেষ্টা করে দলীয় ৮১ রানে ৪৩ বলে ব্যাক্তিড়গত ১ রান করে আউট হন লিটন দাস। ২ বল খেলে রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে ঘরে ফিরেন সাকিব আল হাসান। দলীয় ৮৭ রানের মাথায় ৫২ বলে ৩৩ রান করে আউট হন মুশফিক। এই নিউজ করার সময় ব্যক্তিগত ৩৫ বলে ২০ রান নিয়ে ইমরুল কায়েস এবং ২২ বলে ২০ রান নিয়ে ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। /এমএম Comments SHARES খেলাধুলা বিষয়: পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ