পরিবহন ধর্মঘট নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে কোনো আলোচনাই হয়নি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮

একুশ ডেস্ক: দু’দিন ধরে চলমান বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের শ্রমিকদের কর্মবিরতির আজ দ্বিতীয় দিনেও মন্ত্রীপরিষদের বৈঠকে এ বিষয়ে কোন আলোচনা হয়নি। বিচ্ছিন্নভাবে আইনমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীর দু একটা বক্তব্যই শুধু দেখা গেছে গণমাধ্যমে। এর বাইরে বিষয়টির কোন সুরাহা নিয়ে পদক্ষেপের কোন পাওয়া যায়নি।

তবে ভিন্ন কোন বিষয়ে মন্ত্রিপরিষদের বৈঠক ঠিকই হয়েছে। আজ সোমবার নির্দিষ্ট এক বিষয়ে বৈঠকে বসেছিলো মন্ত্রিপরিষদ।

পরিবহন ধর্মঘট নিয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বিষয়টি নিয়ে বৈঠকে কোনও আলোচনা হয়নি কারণ এটি কোনও এজেন্ডায় ছিল না।’

তবে পরিবহন শ্রমিকদের ধর্মঘটের বিষয়টি সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন বলে তিনি জানিয়েছেন।

এদিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান মন্ত্রিপরিষদের এ বৈঠকে উপস্থিত ছিলেন না। পারিবারিক কারণে তিনি এ বৈঠকে অনুপস্থিত ছিলেন। মন্ত্রিসভা বৈঠক শেষ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বৈঠকে উপস্থিত ছিলেন না। তার এক আত্মীয় মারা যাওয়ায় তিনি সেখানে গেছেন।’

বিআইজে/

Comments