নৌকার মনোনয়ন কিনলেন সাবেক আইজিপি নূর মোহাম্মদ

প্রকাশিত: ৯:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

একুশ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ

কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে নৌকার প্রার্থী হতে চাইছেন নূর মোহাম্মদ। ওই আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগেরই সোহরাব উদ্দিন।

পুলিশের সাবেক এই মহাপরিদর্শক নির্বাচনে প্রার্থী হতে গত কয়েক মাস ধরে পাকুন্দিয়া-কটিয়াদী চষে বেড়াচ্ছেন। জরুরি অবস্থার সময় পুলিশ প্রধানের দায়িত্বে থাকা নূর মোহাম্মদ পরে মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার আগে তিনি যুব ও ক্রীড়া সচিবের দায়িত্বও পালন করেন।

এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণে নূর মোহাম্মদ বিরামহীনভাবে ছুটে চলেছেন এই আসনের দুই উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে রাস্তাঘাট, হাটবাজার সর্বত্র।

ইতিমধ্যে ২০০-এরও বেশি পথসভা, জনসভা ও গণসংযোগের মধ্য দিয়ে তিনি এই আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন।

সাবেক আইজিপি, রাষ্ট্রদূত ও সচিব নূর মোহাম্মদ ছাড়াও এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে আরও অন্তত ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চাকরি জীবন শেষ করার পর তার কর্মজীবনের নিষ্ঠা ও সাফল্যের পুরস্কার হিসেবে সরকার তাকে সচিব এবং রাষ্ট্রদূত হিসেবেও নিয়োগ দিয়েছিল। বিসিএস (পুলিশ) ক্যাডারের সাবেক কর্মকর্তা নূর মোহাম্মদ ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইজিপি ছিলেন।

এরপর মহাজোট সরকারের আমলে তাকে মরক্কোর অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়। একই আমলে অ্যাম্বাসেডর থেকে ফিরিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০১৬ সালে নভেম্বরে সরকারি চাকরি থেকে তিনি অবসরে গেছেন।

আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়ে নূর মোহাম্মদ বলেন, আমি জীবনে অনেক পেয়েছি, আমার আর কোনো আফসোস নেই। এখন আমি মানুষকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করছি। সেই চেষ্টা করার মানসিকতা থেকে আমি নির্বাচনী মাঠে নেমেছি। কেননা, কোনো অবস্থানে বা কোনো কাজের মধ্যে না থাকলে মানুষের জন্য কিছু করা যায় না।

বিআইজে/

Comments