নির্বাচন পরিচলানাকারী কর্মকর্তাদের দায়িত্ব কমিশনকে নিতে হবে: কর্ণেল অলি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৮ একুশ ডেস্ক: ২০ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীরবিক্রম বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তফসিল ঘোষণার পরও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। অথচ নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এতে জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত হবে। নির্বান কমিশনকে এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। অলি আহমেদ বলেন, নির্বাচন পরিচালনায় যেসব কর্মকর্তা থাকবেন তাদের দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে। আজ বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ফিউশন হান্টে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর থেকে উত্তরণে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করতে হবে। এজন্য প্রয়োজন জনগণের সৎ সাহস এবং সচেতনতা। এ সময় তিনি, মনোনয়ন সংক্রান্ত ব্যাপারে বলেন, যোগ্য ও জনগণের মনের মানুষদেরই মনোনয়ন দেওয়া হবে। মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে আসন ভাগাভাগির নামে বানরের পিঠা ভাগ হবে না। /আরএ Comments SHARES নির্বাচন বিষয়: নির্বাচন পরিচলানাকারী কর্মকর্তাদের দায়িত্ব কমিশনকে নিতে হবে: কর্ণেল অলি